নেতা হলেই ঝগড়া হয় , আমাদের কর্মী দরকার : ছাত্র সম্মেলনে সাংসদ কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায়

2nd January 2021 1:03 pm বাঁকুড়া
নেতা হলেই ঝগড়া হয় , আমাদের কর্মী দরকার : ছাত্র সম্মেলনে সাংসদ কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : সাড়ে চারমাস পাঁচমাসের মধ‍্যে রাজ‍্যে বিধানসভা নির্বাচন । এই কটা মাস কোনো সিনেমা দেখা নয় , ফেসবুক নয় । একমাত্র চোখ বিধানসভা নির্বাচন । নেতা হলে ঝগড়া হয় , আমার তোমাদের তো কর্মী চাই । বাঁকুড়ার রবীন্দ্র ভবনে তৃণমূল ছাত্র পরিষদের সম্মেলনে এসে একথা ই বললেন তৃণমূল সাংসদ কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায় । বিভিন্ন বর্ষের ছাত্র ছাত্রীরা হাজির হয়েছেন সম্মেলনে । রয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব । রয়েছেন বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি শ‍্যামল সাঁতরা সহ অনান‍্য নেতৃত্বরা । কে প্রার্থী হবে ওসব জেনে লাভ নেই  , যেই প্রার্থী হোক না কেন তোমরা তো কেউ প্রার্থী হচ্ছো না । তাই দল যাকে মনোনীত করবে তার হয়েই প্রচার করতে হবে । মমতা বন্দ‍্যোপাধ‍্যায় যে সমস্ত কাজ করেছেন তার কথা পৌঁছে দিতে হবে মানুষের কাছে বলে জানালেন সাংসদ ক‍ল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায় । এদিনের সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী কে তীব্র সমালোচনা করেন তিনি । রামনবমী কেন রথ এর আগেই দেখবে ওই পদ্মের কুঁড়ি সব শুকিয়ে যাবে । পদ্ম আর ফুটবে না । বাঁকুড়ার শরীর থেকে যে  কালো রক্ত আছে সেগুলো যত বেড়িয়ে যাবে তত টাটকা রক্ত আসবে । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।